BY SEEKING YOU DON"T GET- BY LEAVING YOU HAVE IT [না চাহিলে যারে পাওয়া যায়, তেয়াগিলে আসে হাতে ]

4. BY SEEKING  YOU DON"T GET- BY LEAVING YOU HAVE IT

না চাহিলে যারে পাওয়া যায়, তেয়াগিলে আসে হাতে

[Na Chahile Jare Paoya Jay-Tyagile Hate Ashhe]

 ******


না চাহিলে যারে পাওয়া যায়
তেয়াগিলে আসে হাতে
দিবসে সে ধন হারায়েছি আমি-- 
পেয়েছি আঁধার রাতে॥ ১


না দেখিবে তারে, পরশিবে না গো
তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো-- 
তারায় তারায় রবে তারি বাণী
কুসুমে ফুটিবে প্রাতে॥ ২

তারি লাগি যত ফেলেছি অশ্রুজল
বীণাবাদিনীর শতদলদলে করিছে সে টলোমল। 
মোর গানে গানে পলকে পলকে 
ঝলসি উঠিছে ঝলকে ঝলকে
শান্ত হাসির করুণ আলোকে 
ভাতিছে নয়নপাতে॥ ৩
***********

Sung by – Manna Dey

…………………..


Comments

Popular posts from this blog

madhur holo aaji

40B. RESURRECTION [ পূনরাবির্ভাব ]

REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ] I departed rowing on my broken boat