COME BACK MY HEART [ফিরে এসো, বঁধু হে ফিরে এসো ]


.  COME BACK MY HEART

 [ফিরে এসো, বঁধু হে ফিরে এসো ]

           


এসো এসো ফিরে এসো, বঁধু হে ফিরে এসো।
 আমার   ক্ষুধিত তৃষিত তাপিত চিতনাথ হে, ফিরে এসো।                   

ওহে     নিষ্ঠুর, ফিরে এসো,                   
আমার   করুণকোমল এসো,          
আমার   সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর ফিরে এসো।                   

আমার   নিতিসুখ ফিরে এসো,                   
আমার   চিরদুখ ফিরে এসো,          
আমার   সবসুখদুখমন্থনধন অন্তরে ফিরে এসো।                   

 আমার   চিরবাঞ্ছিত এসো,                   
আমার   চিতসঞ্চিত এসো     
ওহে চঞ্চল, হে চিরন্তন,   ভুজবন্ধনে ফিরে এসো।                   

আমার   বক্ষে ফিরিয়া এসো,                   
আমার   চক্ষে ফিরিয়া এসো,     
আমার   শয়নে স্বপনে বসনে ভূষনে নিখিল ভুবনে এসো।                   

আমার   মুখের হাসিতে এসো,                    
আমার   চোখের সলিলে এসো,     
আমার   আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো।                   

আমার   সকল স্মরণে এসো,                   
আমার   সকল ভরমে এসো,     
আমার   ধরম-করম-সোহাগ-শরম-জনম-মরণে এসো॥
…………………………………

 

Link-2:- https://youtu.be/JklR-5SPMvQ

Sung by - Kanika Banerjee

                                      ******************


Comments

Popular posts from this blog

madhur holo aaji

40B. RESURRECTION [ পূনরাবির্ভাব ]

REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ] I departed rowing on my broken boat