FILL THE VACUUM OF SEPARATION WITH THE NECTAR OF SWEET MEMORIES [ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি]


FILL THE VACUUM OF SEPARATION 
WITH THE NECTAR OF SWEET MEMORIES
ভরা থাক্ স্মৃতিসুধায় [Bhora Thak Smriti Sudhay]


ভরা থাক্ স্মৃতিসুধায় 
Let the nectar of sweet memories
বিদায়ের পাত্রখানি। 
The jar of separetion ;
মিলনের উৎসবে তায় 
On the day of re-union
ফিরায়ে দিয়ো আনি।।১ 
Bring that back !!

বিষাদের অশ্রুজলে
The tears of sad depression 
নীরবের মর্মতলে 
Buried in the core of silence heart
গোপনে উঠুক ফলে 
Must secretly bloosm up
হৃদয়ের নূতন বাণী।। ২
As new expression of the heart.

যে পথে যেতে হবে সে পথে তুমি একা
You will be alone to cover the whole passage of your journey,
নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা।
There shall be darkness in your eyes,
But there shall be light in concentred hopes.

সারা দিন সঙ্গোপনে 
The whole day, silently and secretly
সুধারস ঢালবে মনে 
The juice of nectar be poured down upon your soul
পরানের পদ্মবনে 
Seating  in lotus garden inside your heart,
বিরহের বীণা পাণি।৩
From the tunes of strings of Lay of separation. 



Sung by  - Jayati Chakraborty

Comments

Popular posts from this blog

madhur holo aaji

40B. RESURRECTION [ পূনরাবির্ভাব ]

REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ] I departed rowing on my broken boat