I KNOW THAT YOU ARE HERE BY YOUR UNMINDFUL ACT [জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে ]
2.I KNOW THAT YOU ARE HERE BY YOUR UNMINDFUL ACT
জানি জানি তুমি এসেছ এ পথে মনেরও ভুলে
[Jani Jani Tumi Esecho E pothe moner bhule]
************
জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে
জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে
তাই হোক তবে তাই হোক
তাই হোক তবে তাই হোক
দ্বার দিলেম খুলে I১
তুমি তো এসেছে বিনা আভরনে
মুখরও নুপুর বাজে না চরনে
তাই হোক তবে তাই হোক
এসো সহজও মনে I ২
অই তো মালতিঝরে পড়ে যায়
মোর আঙ্গিনায়
শিথিল কবরি সাজাতে তোমায় -
কোনো আয়োজন নাই একেবারে,
সুর বাঁধা নাই এ বীণার তারে
তাই হোক তবে, এসো হৃদয়ের মৌনপারে। ৩
ঝরোঝরো বারি ঝরে বনমাঝে,
আমার মনের সুর ওই বাজে,
উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে ।৪
*************
Comments
Post a Comment