I KNOW THAT YOU ARE HERE BY YOUR UNMINDFUL ACT [জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে ]


2.I KNOW THAT YOU ARE HERE BY YOUR UNMINDFUL ACT

                        জানি জানি তুমি এসেছ   পথে মনেরও ভুলে 

[Jani Jani Tumi Esecho E pothe moner bhule]

                                                     ************

 

জানি জানি তুমি এসেছো পথে মনেরও ভুলে 
জানি জানি তুমি এসেছো  পথে মনেরও ভুলে 
তাই হোক তবে তাই হোক
তাই হোক তবে তাই হোক
দ্বার দিলেম খুলে I১

তুমি তো এসেছে বিনা আভরনে 
মুখরও নুপুর বাজে না চরনে 
তাই হোক তবে তাই হোক 
এসো সহজও মনে I ২

অই তো মালতিঝরে পড়ে যায় 
মোর আঙ্গিনায় 
শিথিল কবরি সাজাতে তোমায় -

     কোনো আয়োজন নাই একেবারে
সুর বাঁধা নাই বীণার তারে 
তাই হোক তবে, এসো হৃদয়ের মৌনপারে। ৩

ঝরোঝরো বারি ঝরে বনমাঝে
আমার মনের সুর ওই বাজে
উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে ।৪ 


 *************

Link- https://youtu.be/YiPuOm3M8e0


Sung by -Anwesha Dutta 


Comments

Popular posts from this blog

madhur holo aaji

40B. RESURRECTION [ পূনরাবির্ভাব ]

REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ] I departed rowing on my broken boat