I LOVE YOU DAY
AND NIGHT-YOU LOVE ME WHEN FIND TIME [আমি নিশিদিন তোমায় ভালোবাসি ]
আমি নিশিদিন তোমায় ভালোবাসি ;
তুমি অবসর মতো বাসিও ।
নিশিদিন হেথায় বসে আছি ;
তোমার যখন মনে পড়ে ,আসিও।
আমি নিশিদিন তোমা লাগিয়া রবো
বিরহ শয়ন জাগিয়া ;
তুমি নিমিষের তরে প্রভাতে
এসে মুখপানে চেয়ে হাসিও ।
তুমি চিরদিন মধুপবনে চির-বিকশিত
বনভবনে যেয়ো মনোমত
পথ ধরিয়া তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো।
যদি তার মাঝে পড়ি আসিয়া
তবে আমিও চলিব ভাসিয়া,
যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী—
মোর স্মৃতি মন হতে নাশিয়ো ॥
Comments
Post a Comment