NECTAR STORED IN MY HEART- WANT TO GET IT [আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি]

NECTAR STORED IN MY HEART- WANT TO GET IT

[আমার প্রাণের মাঝে সুধা আছেচাও কি ]

[Amar praner majhe Sudha ache-Chao Ki]


আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি-- 
হায় বুঝি তার খবর পেলে না।১

পারিজাতের মধুর গন্ধ পাও কি-- 
হায় বুঝি তার নাগাল মেলে না ॥২

প্রেমের বাদল নামল
তুমি জানো না হায় তাও কি।
আজ মেঘের ডাকে তোমার মনের
ময়ূরকে নাচাও কি। 

আমি সেতারেতে তার বেঁধেছি
আমি সুরলোকের সুর সেধেছি
তারি তানে তানে মনে প্রাণে 
মিলিয়ে গলা গাও কি--
হায় আসরেতে বুঝি এলে না। ৩

ডাক উঠেছে বারে বারে,
তুমি সাড়া দাও কি
আজ ঝুলনদিনে দোলন লাগে
তোমার পরান হেলে না ॥৪
*********

Link- https://youtu.be/64K1D2IVeGk
Sung by- Indrani Sen

Comments

Popular posts from this blog

madhur holo aaji

40B. RESURRECTION [ পূনরাবির্ভাব ]

REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ] I departed rowing on my broken boat