NECTAR STORED IN MY HEART- WANT TO GET IT [আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি]
NECTAR STORED IN MY HEART- WANT TO GET IT
[আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি ]
[Amar praner majhe
Sudha ache-Chao Ki]
আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি--
হায় বুঝি তার খবর পেলে না।১
পারিজাতের মধুর গন্ধ পাও কি--
হায় বুঝি তার নাগাল মেলে না ॥২
প্রেমের বাদল নামল,
তুমি জানো না হায় তাও কি।
আজ মেঘের ডাকে তোমার মনের
ময়ূরকে নাচাও কি।
আমি সেতারেতে তার বেঁধেছি,
আমি সুরলোকের সুর সেধেছি,
তারি তানে তানে মনে প্রাণে
মিলিয়ে গলা গাও কি--
হায় আসরেতে বুঝি এলে না। ৩
ডাক উঠেছে বারে বারে,
তুমি সাড়া দাও কি!
আজ ঝুলনদিনে দোলন লাগে,
তোমার পরান হেলে না ॥৪
*********
Link- https://youtu.be/64K1D2IVeGk
Sung by- Indrani Sen
Comments
Post a Comment