PAINS OF SEPARETION TURNED TO NECTAR [বিরহ মধুর হল আজি মধুরাতে ]-ENGLISH TRANSLATION PENDING
PAINS OF SEPARETION TURNED TO NECTAR
[বিরহ মধুর হল আজি মধুরাতে ]
বিরহ মধুর হল আজি
মধুরাতে গভীর রাগিণী উঠে বাজি
বেদনাতে॥
ভরি দিয়া পূর্ণিমানিশা
অধীর অদর্শনতৃষা
কী করুণ মরীচিকা
আনে আঁখিপাতে॥
সুদূরের সুগন্ধধারা বায়ুভরে
পরানে আমার পথহারা ঘুরে মরে
কার বাণী কোন্ সুরে তালে
মর্মরে পল্লবজালে,
বাজে মম মঞ্জীররাজি
সাথে সাথে॥
বিরহ মধুর হল আজি
মধুরাতে গভীর রাগিণী উঠে বাজি
বেদনাতে॥
Comments
Post a Comment