REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ]

     REMEMBER THAT I SANG FOR YOU  TILL MY END DAYS
                  [এই কথাটি মনে রেখোআমি যে গান গেয়েছিলেম ]
     [Ei kathati mone rekho, Ami je gan geyachhilem]


এই কথাটি মনে রেখো,
  তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম 
জীর্ণ পাতা ঝরার বেলায়। ১


শুকনো ঘাসে শূন্য বলে  
আপন-মনে অনাদরে অবহেলায়
আমি যে গান গেয়েছিলেম 
জীর্ণ পাতা ঝরার বেলায়॥ ২

দিনের পথিক মনে রেখো,
 আমি চলেছিলেম রাতে 
 সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে। 


যখন আমার -পার থেকে গেল ডেকে 
ভেসেছিলেম ভাঙা ভেলায়। 
আমি যে গান গেয়েছিলেম     
জীর্ণ পাতা ঝরার বেলায়॥৩

*************

Sung by – Hemanta Mikhopadyaya
……………………………………………………..

Comments

Popular posts from this blog

madhur holo aaji

40B. RESURRECTION [ পূনরাবির্ভাব ]

REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ] I departed rowing on my broken boat