THE INDEFFERENT-FOREIGNER MAIDEN [উদাসিনী-বেশে বিদেশিনী কে সে ]
THE INDEFFERENT-FOREIGNER MAIDEN
[উদাসিনী-বেশে বিদেশিনী কে
সে
]
উদাসিনী-বেশে
বিদেশিনী কে সে
নাইবা
তাহারে
জানি,
রঙে
রঙে
লিখা আঁকি মরীচিকা
মনে
মনে
ছবিখানি।। 1
পূবের
হাওয়ায় তরীখানি তার
এই
ভাঙা
ঘাট
কবে হল পার
দূর
নীলিমার বক্ষে তাহার
উদ্ধত বেগ হানি।।
2
মুগ্ধ
আলসে গণি একা বসে
পলাতকা যত
ঢেউ।
যারা
চলে
যায়
ফেরে না তো
হায়
পিছে-পানে আর
কেউ।
মনে
জানি
কারো
নাগাল পাব না-
তবু
যদি
মোর
উদাসী ভাবনা
কোনো
বাসা
পায় সেই দুরাশায়
গাঁথি সাহানায় বাণী।।3
********************
THE INDEFFERENT-FOREIGNER MAIDEN
[উদাসিনী-বেশে বিদেশিনী কে
সে
]
উদাসিনী-বেশে বিদেশিনী কে সে
DEPREESSEDLY DRESSED A ALOOF AND DETACHED
নাইবা
তাহারে
জানি,
[ I ] DID NOT KNOW-WHO WAS THAT
FOREIGNER MAIDEN
SITTING;
রঙে
রঙে
লিখা আঁকি মরীচিকা
WITH COLOURS AND SHADES, I AM PAINTING HER FACE,
মনে
মনে
ছবিখানি।। 1
IMPRINTED IN MY HEART-THOUGH A
FUTILE MIRRAGE !!
পূবের হাওয়ায় তরীখানি তার
EASTER WINDS DRIFTED HER SAILING BOAT
এই
ভাঙা
ঘাট
কবে হল
পার
AWAY FROM MY BROKEN JETTY-QUITE AFAR
দূর
নীলিমার বক্ষে তাহার
IN THE DISTANT BLUE SEA FACING ON HER ARROGANT CHEST
উদ্ধত বেগ
হানি।।
2
THE FORCES OF AIR- THAT WERE
PEIRCING APART.
মুগ্ধ আলসে গণি একা
বসে
CHARMED BUT SURRENDERED I ONLY COUNTED SITTING ALONE
পলাতকা যত
ঢেউ।
THE VANISHING LIST OF WAVES.!!
যারা চলে যায়
ফেরে না
তো
হায়
THOSE ONCE GONE DO NEVER RETURN
পিছে-পানে
আর
কেউ।
BACK TO THAT LEFT BEHIND..
মনে জানি
কারো
নাগাল পাব
না-
IN MY MIND I AM SURE I CAN REACH HER EVER
তবু যদি
মোর
উদাসী ভাবনা
STILL, IF MY HEART’S FEELINGS AND TEARS
কোনো বাসা
পায় সেই দুরাশায়
CAN FIND A CAVE [IN HER
HEART] WITH THAT IMPOSSIBLE
THOUGHT
গাঁথি সাহানায় বাণী।।3
MY WORDS I DO HEREBY PUT-
IN
THE SAHANA*-TUNES OF MY FLUTE !!
Comments
Post a Comment