THOU LIGHTEN THE CANDLE IN MY ROOM OF SOLITUDE [ এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি ]

3. THOU LIGHTEN THE CANDLE IN MY ROOM OF SOLITUDE

এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি

      [Esho Go, Jwele Diye Jao Pradeepkhani]

********************

এসো গো,
জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
 বিজন ঘরের কোণে,
এসো গো।
নামিল শ্রাবণসন্ধ্যা,
কালো ছায়া ঘনায় বনে বনে॥ 1

আনো বিস্ময়
মম নিভৃত প্রতীক্ষায়
যূথীমালিকার মৃদু গন্ধে
নীলবসন-অঞ্চল-ছায়া
সুখরজনী-সম মেলুক মনে॥2

 হারিয়ে গেছে মোর বাঁশি,
আমি কোন্ সুরে ডাকি তোমারে।
পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি
শুনিতে পাও কি তাহার বাণী
কম্পিত বক্ষের পরশ মেলে কি
সজল সমীরণে॥ 3
                …………………………….

Link- https://youtu.be/0BsyWnpdK4Y

Sung by- Ashis Bhattacharya 

…………………………………………..


Comments

Popular posts from this blog

madhur holo aaji

40B. RESURRECTION [ পূনরাবির্ভাব ]

REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ] I departed rowing on my broken boat