WHO LOVE TO REAP HAPPINESS- LOSS BOTH LOVE AND HAPPINESS [এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় ]

               
WHO LOVE TO REAP HAPPINESS- LOSS BOTH LOVE AND HAPPINESS [এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় ]
[Era Sukher Lagi pare rem, Prem Melena-Shudhu Sukh Chale Jay]

এরা সুখের লাগি চাহে প্রেম,
 প্রেম মেলে না,
শুধু সুখ চলে যায়
  এমনি মায়ার ছলনা
এরা সুখের লাগি চাহে প্রেম,
প্রেম মেলে না।

এরা ভুলে যায়,
 কারে ছেড়ে কারে চায়।
ভুলে যায়,
 কারে ছেড়ে কারে চায়।
সুখের লাগি চাহে প্রেম,
 প্রেম মেলে না।

 তাই কেঁদে কাটে নিশি,
তাই দহে প্রাণ,
তাই  ওর মান অভিমান,
 তাই এত হায় হায়।
 তাই কেঁদে কাটে নিশি,
তাই দহে প্রাণ,
  তার মান অভিমান,
তাই এত হায় হায়।

প্রেমে সুখ দুখ ভুলে
 তবে সুখ পায়।
প্রেমে সুখ দুখ ভুলে
তবে সুখ পায়।
সুখের লাগি চাহে প্রেম,
প্রেম মেলে না।
 সখী চলো, গেল নিশি,
স্বপন ফুরাল, মিছে
 আর কেন বল।
মিছে আর কেন বল।
শশী ঘুমের কুহক
নিয়ে গেল অস্তাচল।
সখী চলো।
 প্রেমের কাহিনী  গান 
হয়ে গেলো আবাসন ,
এখন কেহ হাসে 
কেহ বসে ফেলে অশ্রুজল II 
…………

Sung by-Iman Chakraborty 


                                    *********

Comments

Popular posts from this blog

madhur holo aaji

40B. RESURRECTION [ পূনরাবির্ভাব ]

REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ] I departed rowing on my broken boat