WHY CAN"T I TEAR OFF MY HEART TO SHOW HER [তারে দেখাতে পারি নে কেন প্রাণ ]

WHY CAN"T I TEAR OFF MY HEART TO SHOW HER

 [তারে দেখাতে পারি নে কেন প্রাণ ] 

[Tare Dekhate Parine Keno Pran]

                

 

তারে দেখাতে পারি নে কেন প্রাণ,
         খুলে গো।                   
                            বুঝাতে পারি নে হৃদয়বেদনা ॥ ১                                         
 তারে দেখাতে পারি নে কেন প্রাণ,


কেমনে সে হেসে চলে যায়,  
কোন্প্রাণে ফিরেও না চায়--                   
এত সাধ এত প্রেম করে অপমান॥২

এত   ব্যথাভরা ভালোবাসা কেহ দেখে না,  
প্রাণে গোপনে রহিল।           
প্রেম কুসুম যদি '  
 প্রাণ হতে ছিঁড়ে লইতাম,                   
তার   চরণে করিতাম দান।৩

বুঝি সে তুলে নিত না,
শুকাতো অনাদরে,  
তবু তার সংশয় ' অবসান॥৪
             **************

Link- https://youtu.be/HvfjYsjGpQc

Sung by – Sagar Sen


Comments

Popular posts from this blog

madhur holo aaji

40B. RESURRECTION [ পূনরাবির্ভাব ]

REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ] I departed rowing on my broken boat