WINDS OF SPRINGS SWINGING THE GADENS IN MY HEART BLOWING OUT WORDS AND TUNES [চৈত্রপবনে মন চিত্তবনে বাণীমঞ্জরী সঞ্চলিতা ]


WINDS OF SPRINGS SWINGING THE GADENS-IN-MY HEART BLOWING  OUT WORDS AND TUNES

[চৈত্রপবনে মন চিত্তবনে বাণীমঞ্জরী সঞ্চলিতা ] 



 


চৈত্রপবনে


মন চিত্তবনে 

বাণীমঞ্জরী সঞ্চলিতা I 

 ওগো ললিতা 


ওগো ললিতা I 




যদি বিজনে দিন বহে 

যায় খর তপনে ঝরে পড়ে হায় 

অনাদরে হবে ধূলিদলিতা 

ওগো ললিতা ,



ওগো ললিতা  


তোমার লাগিয়া আছি পথ চাহি-- 

বুঝি বেলা আর নাহি নাহি। 


বনছায়াতে তারে দেখা দাও

করুণ হাতে তুলে নিয়ে যাও-- 

কণ্ঠাহারে করো সঙ্কলিতা,

ওগো ললিতা,



ওগো ললিতা 


চৈত্রপবনে।......

    *************

Link- https://youtu.be/3P1xA4LOhFY

Sung by- শিল্পীঃ  আনিসুর রহমান সিনহা


Comments

Popular posts from this blog

madhur holo aaji

40B. RESURRECTION [ পূনরাবির্ভাব ]

REMEMBER THAT I SANG FOR YOU TILL MY END DAYS [এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম ] I departed rowing on my broken boat