NECTAR STORED IN MY HEART- WANT TO GET IT [আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি]
NECTAR STORED IN MY HEART- WANT TO GET IT [ আমার প্রাণের মাঝে সুধা আছে , চাও কি ] [Amar praner majhe Sudha ache-Chao Ki] আমার প্রাণের মাঝে সুধা আছে , চাও কি -- হায় বুঝি তার খবর পেলে না।১ পারিজাতের মধুর গন্ধ পাও কি -- হায় বুঝি তার নাগাল মেলে না ॥২ প্রেমের বাদল নামল , তুমি জানো না হায় তাও কি। আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি। আমি সেতারেতে তার বেঁধেছি , আমি সুরলোকের সুর সেধেছি , তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি -- হায় আসরেতে বুঝি এলে না। ৩ ডাক উঠেছে বারে বারে , তুমি সাড়া দাও কি ! আজ ঝুলনদিনে দোলন লাগে , তোমার পরান হেলে না ॥৪ ********* Link- https://youtu.be/64K1D2IVeGk Sung by- Indrani Sen