Posts

Showing posts from March, 2020

NECTAR STORED IN MY HEART- WANT TO GET IT [আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি]

NECTAR STORED IN MY HEART- WANT TO GET IT [ আমার   প্রাণের   মাঝে   সুধা   আছে ,  চাও   কি ] [Amar praner majhe Sudha ache-Chao Ki] আমার প্রাণের মাঝে সুধা আছে , চাও কি --  হায় বুঝি তার খবর পেলে না।১ পারিজাতের মধুর গন্ধ পাও কি --  হায় বুঝি তার নাগাল মেলে না ॥২ প্রেমের বাদল নামল ,  তুমি জানো না হায় তাও কি। আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি।   আমি সেতারেতে তার বেঁধেছি ,  আমি সুরলোকের সুর সেধেছি ,  তারি তানে তানে মনে প্রাণে   মিলিয়ে গলা গাও কি -- হায় আসরেতে বুঝি এলে না।  ৩ ডাক উঠেছে বারে বারে , তুমি সাড়া দাও কি !  আজ ঝুলনদিনে দোলন লাগে ,  তোমার পরান হেলে না ॥৪ ********* Link- https://youtu.be/64K1D2IVeGk Sung by- Indrani Sen

I KNOW THAT YOU ARE HERE BY YOUR UNMINDFUL ACT [জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে ]

2.I KNOW THAT YOU ARE HERE BY YOUR UNMINDFUL ACT                         জানি জানি তুমি এসেছ     এ   পথে   মনেরও   ভুলে   [Jani Jani Tumi Esecho E pothe moner bhule]                                                      ************   জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে   জানি   জানি   তুমি   এসেছো   এ   পথে   মনেরও   ভুলে   তাই হোক তবে তাই হোক তাই   হোক   তবে   তাই   হোক দ্বার দিলেম খুলে I১ তুমি তো এসেছে   বিনা আভরনে   মুখরও নুপুর বাজে না চরনে   তাই হোক তবে তাই হোক   এসো সহজও মনে  I ২ অই তো মালতি ঝরে পড়ে যায়   মোর আঙ্গিনায়   শিথিল   কবরি সাজাতে তোমায় -      কোনো ...

THOU LIGHTEN THE CANDLE IN MY ROOM OF SOLITUDE [ এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি ]

3. THOU LIGHTEN THE CANDLE IN MY ROOM OF SOLITUDE এসো গো , জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি       [Esho Go, Jwele Diye Jao Pradeepkhani] ******************** এসো গো , জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি   বিজন ঘরের কোণে , এসো গো। নামিল শ্রাবণসন্ধ্যা , কালো ছায়া ঘনায় বনে বনে॥ 1 আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায় যূথীমালিকার মৃদু গন্ধে – নীলবসন - অঞ্চল - ছায়া সুখরজনী - সম মেলুক মনে॥2   হারিয়ে গেছে মোর বাঁশি , আমি কোন্ সুরে ডাকি তোমারে। পথে চেয়ে - থাকা মোর দৃষ্টিখানি শুনিতে পাও কি তাহার বাণী কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে॥ 3                  ……………………………. Link- https://youtu.be/0BsyWnpdK4Y Sung by- Ashis Bhattacharya   …………………………………………..

BY SEEKING YOU DON"T GET- BY LEAVING YOU HAVE IT [না চাহিলে যারে পাওয়া যায়, তেয়াগিলে আসে হাতে ]

4. BY SEEKING  YOU DON"T GET- BY LEAVING YOU HAVE IT না চাহিলে যারে পাওয়া যায় , তেয়াগিলে আসে হাতে [Na Chahile Jare Paoya Jay-Tyagile Hate Ashhe]  ****** না চাহিলে যারে পাওয়া যায় ,  তেয়াগিলে আসে হাতে ,  দিবসে সে ধন হারায়েছি আমি --  পেয়েছি আঁধার রাতে॥  ১ না দেখিবে তারে , পরশিবে না গো ,  তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো --  তারায় তারায় রবে তারি বাণী ,  কুসুমে ফুটিবে প্রাতে॥  ২ তারি লাগি যত ফেলেছি অশ্রুজল বীণাবাদিনীর শতদলদলে করিছে সে টলোমল।   মোর গানে গানে পলকে পলকে   ঝলসি উঠিছে ঝলকে ঝলকে ,  শান্ত হাসির করুণ আলোকে   ভাতিছে নয়নপাতে॥ ৩ *********** Link- https://youtu.be/H5F5KP2utqY Sung by – Manna Dey …………………..

WHY CAN"T I TEAR OFF MY HEART TO SHOW HER [তারে দেখাতে পারি নে কেন প্রাণ ]

WHY CAN"T I TEAR OFF MY HEART TO SHOW HER  [তারে দেখাতে পারি নে কেন প্রাণ  ]  [Tare Dekhate Parine Keno Pran]                    তারে দেখাতে পারি নে কেন প্রাণ,           খুলে গো।                                                বুঝাতে পারি নে হৃদয়বেদনা ॥ ১                                            তারে দেখাতে পারি নে কেন প্রাণ, কেমনে সে হেসে চলে যায় ,   কোন্ ‌ প্রাণে ফিরেও না চায় --               ...